Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দশ জনের জার্মানিও ভয়ঙ্কর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

নাটকীয় এক লড়াই। যেখানে এক পর্যায়ে খেলতে হয়েছে দশজন নিয়ে। তারপরও ইউরো বাছাই পর্বে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে আরেকটি জয় তুলে নিয়েছে জার্মানি। এস্তোনিয়ার বিপক্ষে জোয়াকিম লোর দল পেয়েছে ৩-০ গোলের অনায়াস জয়। পরশু ‘সি’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জয়ের ম্যাচে দলটির হয়ে জোড়া গোল করেন ইলকাই গোনডোয়ান। অন্য গোলটি টিমো ভেরনারের।

এই জয়ে নেদারল্যান্ডসকে ছুঁয়ে ফেলেছে জার্মানি। একই গ্রুপের আরেক ম্যাচে বেলারুশকে ২-১ গোলে হারানো ডাচদেরও পয়েন্ট ৬ ম্যাচে ১৫। তবে হেড টু হেড লড়াইয়ে এগিয়ে নেদারল্যান্ডস। গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা নর্দার্ন আয়ারল্যান্ডও আছে ইউরো ২০২০ এর লড়াইয়ে। কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় আছে বেলজিয়াম।

তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নদের শুরুটা অবশ্য ভাল ছিল না। কেমন যেন ছন্নছাড়া ফুটবল খেলে গেছে জার্মানি। প্রতিপক্ষের মাঠে নিজেদের খুঁজে পেতে সময় নিয়েছে ফেভারিটরা। এরমধ্যে খেলার ১৪তম মিনিটে ভুল করে বসেন এমরে কান। ডি বক্সে ফাউল করেন প্রতিপক্ষের ফরোয়ার্ড ফ্রাঙ্ক লিভাককে। মারাত্মক সেই ফাউলের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

একজন কম নিয়ে ভুগলেও বিরতির আগে এগিয়ে যেতে পারতো জার্মানি; তবে মার্কো রয়েসের ফ্রি-কিক লাগে ক্রসবারে। দ্বিতীয়ার্ধের শুরুতে ছয় মিনিটের ব্যবধানে দ্ইু গোল আদায় করে নেয় অতিথিরা। ৫১তম মিনিটে কাই হাভার্টসের শট এক জনের পায়ে লেগে বল চলে যায় গোনডোয়ানের পায়ে। ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার।

দ্বিতীয় গোলটিতে ছিল সৌভাগ্যের ছোঁয়া। মার্কো রয়েসের ব্যাকহিলে বল পেয়ে জোরালো শট নেন গোনডোয়ান। প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে বল দিক পাল্টে জালে জড়ায়। ৭১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় জার্মানি। ডান দিক থেকে গোনডোয়ানের ডি-বক্সে উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন লাইপজিগের ফরোয়ার্ড ভেরনার।
এদিকে আগেই ইউরোর মূল পর্ব নিশ্চিত করা বেলজিয়াম আছে জয়ের ধারায়। কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টরা। রিয়াল মাদ্রিদে উপেক্ষিত গ্যারেথ বেলের দুর্দান্ত ফুটবলে আশা টিকে আছে ওয়েলসের। গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র’র ম্যাচে (১-১) একমাত্র গোলটি তারই। আগের ম্যাচে দারুণ এক জয় তুলে নেয়া পোল্যান্ডও আছে জয়ের ধারায়। রাতে নর্থ ম্যাসিডোনিয়ার বিপক্ষে তাদের জয়টি ২-০ গোলের। সাইপ্রাসের বিপক্ষে গতবারের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া পেয়েছে ৫-০ গোলের বিশাল জয়। এছাড়া হাঙ্গেরিকে ১-০ গোলে হারিয়েছে আজারবাইজান। সানমারিনোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্কটল্যান্ড। আর স্লোভেনিয়াকে বিপক্ষে অস্ট্রিয়ার জয়টি ১-০ গোলের।
এক নজরে ফল
কাজাখস্তান ০-২ বেলজিয়াম
বেলারুশ ১-২ নেদারল্যান্ডস
হাঙ্গেরি ১-০ আজারবাইজান
স্কটল্যান্ড ৬-০ সান মারিনো
সাইপ্রাস ০-৫ রাশিয়া
ইস্তোনিয়া ০-৩ জার্মানি
ওয়েলস ১-১ ক্রোয়েশিয়া
স্লোভেনিয়া ০-১ অস্ট্রিয়া
পোল্যান্ড ২-০ নর্থ ম্যাসিডোনিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ