Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষের মানবাধিকারের জন্য আমাদের আন্দোলন : ইমরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যে, কাশ্মীরের স্বায়ত্তশাসনকে খর্ব করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ‘শেষ কার্ড খেলে ফেলেছেন’। তিনি জোর দিয়ে বলেন যে, বিতর্কিত এ অঞ্চলের অধিবাসীরা তাদের এ সিদ্ধান্ত মেনে নিবে না। অধিকৃত কাশ্মীরের জনগণের সাথে একাত্মতা জানিয়ে ইসলামাবাদে শুক্রবার আয়োজিত এক মানববন্ধন কর্মস‚চিতে প্রধানমন্ত্রী ইমরান বলেন, “নরেন্দ্র মোদি একটি ভুল করেছেন। তিনি তার শেষ কার্ডটি খেলে ফেলেছেন”। তিনি বলেন, মোদি ভেবেছেন যে, অধিকৃত কাশ্মীরের মানুষ ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত মেনে নেবে। তিনি আরও বলেন, “তিনি (মোদি) জানেন না যে, কাশ্মীরের মানুষ গত কয়েক দশকে কি মোকাবেলা করে এসেছে। এ সব নির্যাতন তাদের মৃত্যুর ভয় শেষ করে দিয়েছে। হাজার হাজার কাশ্মীরী জনগণ এই সিদ্ধান্ত মানবে না এবং কারফিউ তুলে নেয়া হলেই তারা রাস্তায় বেরিয়ে আসবে”। প্রধানমন্ত্রী ইমরান বলেন, মানুষ আজ জড়ো হয়ে অধিকৃত কাশ্মীরের জনগণের উদ্দেশে একটি বার্তা দিচ্ছে। সেটা হলো পাকিস্তান জাতি তাদের সাথে আছে। তিনি প্রতিশ্রুতি দেন, “আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এটা সবসময় বলে যাবো যে, আট মিলিয়ন মানুষকে কাশ্মীরে আটকে রাখা হয়েছে”। প্রধানমন্ত্রী আফসোস প্রকাশ করে বলেন, হংকংয়ের বিক্ষোভ নিয়ে প্রতিটি খুঁটিনাটি প্রচার করছে আন্তর্জাতিক মিডিয়া কিন্তু কাশ্মীরের মানুষের সাথে যে আচরণ করা হচ্ছে, সেটা নিয়ে তারা নিরব হয়ে আছে। তিনি বলেন, “এই দ্বিমুখী নীতির বিষয়টিকে আমি তুলে ধরতে চাই যেহেতু কাশ্মীর ভারতের অংশ নয় কিন্তু হংকং চীনের অংশ। কিন্তু হংকংয়ের তুলনায় কাশ্মীরের জনগণের ব্যাপারে খুবই সামান্য কাভারেজ দেয়া হচ্ছে”। প্রধানমন্ত্রী আরও বলেন, “কাশ্মীরের মানুষের মানবাধিকারের জন্য আমাদের আন্দোলন; ইনশাআল্লাহ এই আন্দোলন প্রকান্ড হয়ে উঠবে”। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারী ফিরদাউস আশিক আওয়ান বলেন, প্রধানমন্ত্রী কাশ্মীরের জনগণের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাদের দুরবস্থার বিষয়টি তুলে ধরতে তিনি প্রতিটি ফোরামের কাছে যাবেন। এসএএম।



 

Show all comments
  • Khan Ataur Rahman ১৩ অক্টোবর, ২০১৯, ৯:৫৩ এএম says : 0
    I Think PM Imran Khan is right.go ahead
    Total Reply(0) Reply
  • MD. RAMJAN ALI ১৩ অক্টোবর, ২০১৯, ১১:২৩ এএম says : 0
    Alhamdulillahi Robbal Alamin May Allah Bless You I will Prayer for You Sir,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ