Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে মাদক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ৬:৩০ পিএম

টাঙ্গাইলের সখিপুরে পরোয়ানাভূক্ত আসামি যুবলীগ নেতা রিপন তালুকদারকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে। শনিবার ভোরে জেলখানা মোড় এলাকার বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে পুলিশ তাঁকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। রিপন তালুকদার উপজেলার গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার পাথারপুর গ্রামের আহমেদ মিয়ার ছেলে। সখিপুর উপজেলা যুবলীগ আহবায়ক এমএ সবুর বলেন,মাদকের বিরুদ্ধে আমার সর্বদা সোচ্চার,জরুরী বৈঠকের মাধ্যমে রিপনকে বহিস্কার করেছি।সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান জানান, রিপন তালুকদারের বিরুদ্ধে মাদক ও মারামারি দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ