Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কের পাশে চাতালমিলসহ নানা অবকাঠামো নির্মাণ করায় চরম ভোগান্তি

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ৩:০৭ পিএম

বগুড়া-সান্তাহার সড়কের দুপাশের মুরইল বাস ষ্ট্যান্ড থেকে সান্তাহার শহরের খাড়িরপুল পর্যন্ত সওজ বিভাগের অবৈধভাবে দখল করে নেওয়া জায়গা দখল মুক্ত করা হলেও সান্তাহার শহরের পৃর্বঢাকারোড থেকে পশ্চিম ঢাকারোডের নওগাঁ সড়ক পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সান্তাহার শহর বাইপাস সড়কের দুপাশের সওজ বিভাগের কেটি কোটি টাকা মূল্যর জায়গা রহস্যজনক কারণে এখনো দখল মুক্ত করা হচ্ছেনা। ফলে বেদখল রয়েগোছে সড়কের দুপাশের কোটি কোটি টাকারমূল্যের জায়গা। দখলবাজদের বিরুদ্ধে সড়ক বিভাগের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় দখলবাজরা জায়গা দখলের পর দখল পাকাপোক্ত করতে সেসব জায়গার উপর দোকানপাট,বাসাবাড়ি, গুদাম,চাতাল মিলসহ বিভিন্ন পাকা অবকাঠামো নির্মাণ করায় সড়কে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় রাস্তা দিয়ে পথচলতে সর্বসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়। সেইসাথে ওইসব গর্তে পরে যানবাহনের যন্ত্রাংশ ভেঙ্গে রাস্তার ওপর পরে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যানবাহন চলাচলে দুর্ঘটনা বাড়ছে বলে ও অভিযোগ উঠেছে।

জানাযায়, সান্তাহার-বগুড়া সড়কের শহরের হবির মোড়ে সান্তাহার পৌরসভা সড়কের পাশে এলাকার জনৈক এক প্রভাবশালী সওজ বিভাগের কোটি টাকা মূল্যের জায়গা অবৈধভাবে দখল করে মের্সাস মুসফিকুর নামে চাতাল মিল নির্মান করেছে। ফলে হবির মোড় ৪ মাথা থেকে সান্তাহার শহরে যাওয়ার একমাত্র সড়কের পাশে ওই চাতাল মিল নির্মান করায় মিলের সামনে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এতে সর্বসাধারণকে দুর্ভোগ পোহাতে হয় এবং ওইসব র্গতে যানবাহন পরে যন্ত্রাংস ভেঙ্গে রাস্তার ওপর পরে থাকায় যানবাহন চলাচলে প্রতিন্ধকতার সৃষ্টি হচ্ছে। তিলকপুরের ব্যবসায়ী পথচারী শরিফুল ইসলাম বলেন রাস্তার পাশে জায়গা দখল করে প্রাচীর নির্মান করার পর থেকে রাস্তার ওপর পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় পথচলতে কষ্ট পেতে হয়। সান্তাহার পৌর এলাকার মজিদ মিয়া জানান যেখানে পানি জমছে সেখানে আগে পানি নিস্কাশনের রাস্তা ও ব্রিজ ছিল। পরে পানি নিস্কাশনের ওই জায়গাগুলো দখল করে নেওয়ায় সবাইকে সমস্যার সুম্মখীন হতে হচ্ছে। তিনি আরোও জানান, সড়ক বিভাগ সবজায়গায় অবৈধ দখল মুক্ত করছে এখানে করছেনা কেন?। সান্তাহার পেীর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন ওখানে রাস্তা নষ্ট হওয়ায় একটু সমস্যা হচ্ছে সমাধানের চেষ্টা করা হবে। এবিষয়ে বগুড়ার সওজ বিভাগের প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামনের সাথে কথা বলতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন রিছিভ না করায় কথা রলা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত পৃর্বক ব্যাবস্থা গ্রহনের জন্য সড়ক বিভাগ ও জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভুগি এলাকাবাসী ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ