Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুইপ সামশুলের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ১১:৩৭ এএম

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে জমির উদ্দিন নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে পৌরসভার মাঝের ঘাটা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে আবু ছায়েদ নামের এক ছাত্রলীগ কর্মী জমিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। জমির পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ১০-১২ জন মুখোশধারী যুবক জমিরের পক্ষে স্লোগান দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া সদরে ঝটিকা মিছিল করে কয়েকটি মিনিটের মধ্যে পালিয়ে যান। এ সময় সড়কে চলাচলরত যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে অন্তত পাঁচটি যানবাহনের কাচ ভাঙচুর করা হয়।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, জমিরের বিরুদ্ধে পটিয়া থানায় আগের একটি হত্যা, দুটি চাঁদাবাজি ও একটি মারামারি মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ