পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
খেলাধুলা বা ক্রীড়া বিশ্ববাসীর কাছে একটি দেশকে পরিচয় করার প্রথম ও প্রধান নিয়ামক। বতর্মান বিশ্বে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ক্রিকেট। ক্রিকেটের মতো অন্যান্য খেলার মাধ্যমেও বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য একটি স্বতন্ত্র ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার, যা ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভে সহায়ক হবে। উন্নত দেশগুলোতে ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে ও হচ্ছে। বর্তমান সরকার অন্যান্য বিষয়ের সঙ্গে ক্রীড়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল থেকে ভালো খেলোয়াড় বাছাই করা সহজ হচ্ছে। আমাদের দেশে যারা ক্রীড়া ক্ষেত্রে ভালো করেছে বা করছে, তাদের অধিকাংশই বিভিন্ন স্কুল-কলেজ থেকে উঠে আসা। একটা পর্যায়ে বাস্তবতার কারণে তারা নিজেদের আর পড়াশোনায় ধরে রাখতে পারেন না। এই খেলোয়াড়দের ক্রীড়াক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উচ্চতর শিক্ষাও নিশ্চিত করা দরকার। যদি একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, তাহলে খেলোয়াড়রা উচ্চশিক্ষা অর্জন করে দেশকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবে। এ ব্যাপারে সরকারের সংশ্নিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।
খান মো. সাজ্জাদ
সাবেক সহকারী অধ্যাপক, বিনোদপুর, রাজবাড়ী
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।