Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ৫:৩৫ পিএম

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে,ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর মহানগর ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি বুধবার বিকেলে কোট চত্ত্বর থেকে শুরু হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সভাপতি সাহারিয়ার শিথিল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কিবরিয়া স্বপন, শহর বি,এন,পির সাধারণ সম্পাদক গোলাম মোস্থাফা মিরাজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজোয়ান বিশ্বাস তরুন,মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুনিব হাসান,সহ সভাপতি প্লাবন সেখ,সহ সভাপতি কাজি শিবলি,সহ সভাপতি আমিন,সহ সভাপতি সোহাগ,যুগ্ন সাধারণ সম্পাদক সাদ্দাম,সাংগঠনিক সম্পাদক রিমু, রাজেন্দ্র কলেজ কমিটির সভাপতি সিদ্দিক এবং সাধারণ সম্পাদক নিলয়,যুগ্ম সাধারণ সম্পাদক রাদিন,সাহিত্য সম্পাদক রাজু সহ মহানগর ছাত্রদলের অনান্য নেত্রীবৃন্দ। সভাপতির বক্তব্যে সাহারিয়ার শিথিল বলেন, বাংলাদেশ এখন ফাহাদের মতো মেধাবীদের বসবাসের অনুপযোগী, হত্যা,ধর্ষণ,ক্যেসিনো বানিজ্য সহ নানা অপকর্মে বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে সভাপতির বক্তব্য শেষ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ