Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবরার হত্যার প্রতিবাদে মাগুরা জেলা ছাত্র দলের বিক্ষোভ মিছিল

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ১২:৪৭ পিএম | আপডেট : ২:৪২ পিএম, ৯ অক্টোবর, ২০১৯

মাগুরা জেলা ছাত্রদল বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার প্রতিবাদে বুধবার সকালে মাগুরা শহরের ভায়না মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত আবু তাহের সবুজের নেতৃত্বে মিছিলটি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এসে শেষ হয়। মিছিলে জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা অংশ নেয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা এ হত্যাকে নারকীয় বলে উল্লেখ করে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড দেশকে বিষিয়ে তুলেছে। তারা ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ