Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে সামরিক অভিযানে দুই বছরে সাড়ে ৩ হাজার সন্ত্রাসী নিহত, সেনা নিহত ৪৯০

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে জার্বই আজব অভিযানে দুই বছরে সেনাসহ ৩৯৯০ জন নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে জার্বই আজব নামের সেনা অভিযান চালাচ্ছে। এ অভিযানে সাড়ে ৩৫০০ সন্ত্রাসী এবং ৪৯০ সেনা নিহত হয়েছে। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর’র প্রধান লে. জেনারেল অসীম সেলিম বাজওয়া এ তথ্য জানিয়েছেন। জার্বই আজব-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এছাড়া সন্ত্রাসীদের কাছ থেকে ২৫৩ টন বিস্ফোরক উদ্ধার করেছে, যা দিয়ে ১৫ বছর ধরে বোমা তৈরি করা যেত। একই সঙ্গে শাওয়াল এলাকায় বোমা বানানোর সাড়ে সাত হাজার কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। জার্বই আজব’র মাধ্যমে উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের ৩ হাজার ৬শ’ কিলোমিটার ভূখ-কে পুরোপুরি সন্ত্রাসী মুক্ত করা হয়েছে। এছাড়া, এ অভিযানের মধ্য দিয়ে সন্ত্রাসীদের ৯৯২টি আস্তানা ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেন জেনারেল অসীম। এদিকে, করাচির আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে জেনারেল বাজওয়া আরো জানান, পাকিস্তানের এ বন্দরনগরী থেকে ১২০০ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময়ে বেলুচিস্তান থেকে আটক ভারতীয় নৌবাহিনীর কমান্ডার এবং গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস বা ‘র’-এর কথিত গুপ্তচর প্রসঙ্গেও কথা বলেন তিনি। তিনি দাবি করেন, দ্বিতীয় মহাযুদ্ধের পর এই প্রথম অন্য দেশের চাকরিরত সামরিক কর্মকর্তা অন্য দেশ থেকে আটক করা হলো। তিনি আরো দাবি করেন, এরই মধ্যে আফগানিস্তান সংলগ্ন উপজাতীয় অধ্যুষিত এলাকা থেকে ‘র’ এবং আফগান গুপ্তচরদের আটক করতে সক্ষম হয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ওয়ার্লড নিউজ, ইকোনমিক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানে সামরিক অভিযানে দুই বছরে সাড়ে ৩ হাজার সন্ত্রাসী নিহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ