Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নববধূ খুন স্বামী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ৩:০৯ পিএম

চট্টগ্রাম নগরীতে শারমিন আক্তার সুমি (১৯) নামে এক নববধূকে হত্যা করা হয়েছে। খুনের অভিযোগে পুলিশ স্বামী সোলায়মান হোসেনকে গ্রেফতার করেছে। নগরীর পাঁচলাইশ থানার নাজির পাড়া এলাকায় সোমবার রাতে এ খুনের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নাজির পাড়ায় মানিক ভিলার নিচতলায় শ্বশুরের বাসায় সুমিকে শ্বাসরোধ করে নির্যাতন করা হয়। হাসপাতালে নেওয়ার পর সুমি মারা যান।
দুই মাস আগে নোয়াখালীর কামাল উদ্দিনের ছেলে সোলায়মানের সঙ্গে সুমির বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে সুমির ওপর শারীরিক নির্যাতন করত বলে পরিবারের দাবি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া ইনকিলাবকে বলেন, স্বামী সোলায়মানকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, সুমির গলার ওড়না টান দেওয়ার সময় তার মৃত্যু হয়। কিন্তু প্রাথমিকভাবে মনে হয়েছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সুমির মা চেমন আরা বেগম বাদি হয়ে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ