গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মাহাখালি রাওয়া কনভেনশন হলে শুরু হয়েছে দুই দিনব্যাপী বইমেলা। প্রতি বছর ৪ ও ৫ অক্টোবর এই বই মেলার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও একই সময় এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শুক্রবার সকালে রাওয়া কনভেনশন হলে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী, রাওয়া চেয়ারম্যান মেজর খন্দকার নূরুল আফসার (অব.), গ্রুপ ক্যাপ্টেন এম আবু জাফর চৌধুরী প্রমুখ। দুই দিনব্যাপী বইমেলার আজ শেষদিন শুরু হবে সকাল ১০টায়। সারা দিনব্যাপী চলা এই মেলা শেষ হবে রাত ৯টায়। মেলায় মোট ৫০টি স্টলে বই প্রদর্শনী ও বিক্রি করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।