Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৫ টাকার পেঁয়াজ কিনতে ১০০ টাকার কর্ম ঘন্টা নষ্ট

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ৮:১৫ পিএম

গত দুই সপ্তাহ ধরে পেঁয়াজের বাজার উর্ধ্বমুখী। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি। টিসিবি তার ৩৫ টি পয়েন্টে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা শুরু করে গত মঙ্গলবার থেকে। সিদ্ধান্তটি ভাল হলেও দেশের প্রায় ১২ কোটি পরিবারের জন্য তা হাস্যকর। গত দু’দিন ঢাকার বিভিন্ন বাজার ও টিসিবির বিক্রয় কার্যক্রম পরিদর্শন করে এমনই তথ্য মিলেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, টিসিবির গাড়ী থেকে পেঁয়াজ কিনতে সকাল ৯ টা থেকে লাইনে দাড়ান। ১০ টা থেকে বিক্রয় শুরু হলে ১০টা বা ১১টায় দাড়ানো ব্যক্তিরা ১-২ ঘন্টা লাইনে দাড়িয়ে পেঁয়াজ কিনছেন ২ কেজি। একজন সাধারণ কর্মজীবির দৈনিক ১ ঘন্টার কর্ম মূল্য দাড়ায় ১০০-১২০ টাকা সর্বনি¤œ। তার মানে ৪৫ টাকার পেঁয়াজ কিনতে ১ ঘন্টার কর্ম মূল্য যোগ করলে দাড়ায় ১ কেজি পিয়াজের দাম ১৪৫ টাকা, যা বর্তমান বাজার মূল্যের চাইতে অনেক বেশী। তিনি বলেন, বৃহষ্পতিবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আমাদের একজন কর্মী বেলা ১২ ঘটিকায় লাইনে দাড়িয়ে ট্রাকের সামনে ১টা ২৫ মিনিটে ট্রাকের সামনে পৌছলে তাকে জানানো হয় পেঁয়াজ শেষ। এতে করে পেঁয়াজ না পেলেও আমার ওই কর্মীর কর্ম ঘন্টার মূল্য টিসিবি কি দেবে? শুধু মাত্র ঢাকা ও চট্টগ্রামে মিডিয়া মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা যাবে? ঢাকার ২-৩ টি বাজার পরিদর্শন ছাড়া সরকারী দপ্তরগুলি পরিদর্শন না করায় ৯৯ শতাংশ বাজারেই পেঁয়াজের মূল্য ১১০ টাকা। গণমাধ্যমে দাম কমার তথ্য আমাদের পরিদর্শনে লক্ষ করা যাইনি। তবে বাজারে পর্যাপ্ত মজুদ রয়েছে। গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে একান্ত প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ ক্রয় না করতে। তাহলে এমনিতেই বাজার নিয়ন্ত্রনে আসবে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদ্দেশ্যে বলতে চাই সংবিধান অনুযায়ী দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার তাই ৩৫ টি স্থানে পন্য বিক্রি করা নাগরিকদের সাথে এক প্রকার প্রতারণা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেঁয়াজ

১৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ