Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে রিক্সা শ্রমিকদের আমরন অনশন অব্যাহত

গুরুতর অসুস্থ ২ জন হাসপাতালে, স্যালাইন দেয়া হয়েছে ১৫ জনকে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ৬:১০ পিএম

বরিশালে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের প্রতিবাদে আমরন অনশনরত রিক্সা মালিকÑশ্রমিকদের মধ্যে গুরুতর অসুস্থ দুই শ্রমিককে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে আরও ১৫ অনশনকারী রিক্সা শ্রমিককে। নগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের দাবিতে গত বুধবার থেকে ২৫ জন রিক্সা শ্রমিক নগরীর টাউন হলের সামনে আমরণ অনশন শুরু করেছেন। এদিকে নগরীরর কেন্দ্রস্থলে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে নগরীরর শহিদ মিনার প্রাঙ্গনে এক প্রতিবাদ সভায় অবিলম্বে নগরীর ট্রাপিক ব্যবস্থায় দূর্ণিতি অনিয়ম বন্ধের দাবী জানান হয়।
অনশনকে কেন্দ্র করে গত দুদিন টচাউন হল এলাকা লাগাতার শ্লোগান ও বক্তৃতায় মুখরিত। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এসে রিক্সা শ্রমিকদের দাবীর প্রতি সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করছেন। পিতাকে রিক্সা চালানোর সুযোগ করে দিতে প্রশাসনের প্রতি আকুতি জানিয়ে বক্তৃতা করছেন রিক্সা শ্রমিকদের শিশু সন্তানরা।
নাসরিন নামক এক শিশু বক্তৃতা করতে গিয়ে কান্নাজড়িত কন্ঠে বলেন,আমার বাবা চুরি করেননি, ঘুষ খাননি, তিনি রিক্সা চালিয়ে আমাকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। প্রশাসন কেন রিক্সা বন্ধ করে দিলেন। আমার বাবা এখন স্কুলের বেতন দিতে পারছেন না। আমরা খেতে পড়তে পারছিনা।
আন্দোলনকারী রিক্সা শ্রমিকদের পৃষ্ঠপোষক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেন, অনশনে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ৭০ বছর বয়সী রিক্সাচালক মো. মজনু এবং সুশান্ত সুকন নামক দুজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারমধ্যে মো. মজনুর অবস্থা আশংকাজনক। আরও অসুস্থ ১৫ জনকে অনশনস্থলেই স্যালাইন দেয়া হয়েছে।
প্রকৌশলী রুমন জানান, অনশন শুরুর ৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও বিষয়টি সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকারের যোগাযোগ করা হয়নি। তারা স্বপ্রনোদিত হয়ে এমপি’র কমিশনার মো. শাহাবউদ্দিনের সঙ্গে দেখা করলে তিনি ডিসিÑট্রাফিক’এর সাথে যোগাযোগ করতে বলেছেন।
উল্লেখ্য, পুলিশের হাতে জব্দকৃত ২ কোটি টাকা মূল্যের ব্যাটারী ও মটর রিক্সা শ্রমিকদের ফিরিয়ে দেয়া, বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারী চালিত রিক্সা উচ্ছেদ বন্ধ এবং প্রয়োজনীয় নীতিমালা করে নগরীতে ব্যাটারী চালিত রিক্সা চলাচলের দাবীতে বরিশালে রিক্সা শ্রমিকরা বুধবার সকাল ১০টা থেকে টাউন হলের সামনে আমরন অনশন শুরু করেছে। গত ১৯ আগষ্ট থেকে নগরীতে ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধ করে দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। এছাড়া ১অক্টোবর থেকে নগরীরর বেশীরভাগ এলাকায় ইজিবাকি চলাচলও বন্ধ কওে নদেয়া হয়েছে। ইজিবাইক-এর লাইসেন্স সিটি সিমি তওে নগরবাশীল দূর্ভোগ বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ইতোমধ্যে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ