Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ভোমরা বন্দর পরিদর্শনে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ৫:৫১ পিএম

দেশে এখনও পর্যাপ্ত পিঁয়াজ মজুদ রয়েছে এবং কৃত্রিমভাবে পিঁয়াজের সংকট সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির কোন সুযোগ নেই বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম।

বুধবার (২ অক্টোবর) বিকাল ৩টায় পিঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে দেশের অন্যতম পিঁয়াজ আমদানিকারী সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর পরিদর্শন করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুস সামাদ আল আজাদ ও সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাংবাদিকদের একথা বলেন।

এ সময় যুগ্ম সচিব আব্দুস সামাদ আল আজাদ জানান, দেশে যে পরিমান পিয়াঁজ মজুদ রয়েছে তাতে আগামী ১৫-২০ দিন সংকট সৃষ্টির কোন কারণ নেই। আর এরই মধ্যে সরকার বিকল্প পন্থায় পিয়াঁজ আমদানির সব ব্যবস্থা করবে। এছাড়া বৃহস্পতিবার ভোমরা বন্দর দিয়ে আরও অন্তত ১৫শ টন পিয়াঁজ দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। যা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাবে।

এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে ভোমরা বন্দরের আড়তগুলোতে মজুদ থাকা অধিকাংশ পিয়াঁজ বাজারে ছাড়া হয়েছে। এতে পিয়াঁজের মূল্য গতকালের তুলনায় কমেছে। এ সংক্রান্ত কোন সংকট যাতে সৃষ্টি না হয় সেজন্য জেলা প্রশাসন সব সময় মনিটরিং করছে।

এর আগে মনিটরিং টিমের সদস্যরা বন্দরের বিভিন্ন পিয়াঁজের আড়ত পরিদর্শন করেন এবং আড়তদারদের পিয়াঁজের অতিরিক্ত মূল্য বৃদ্ধি না করে স্বল্প লাভে তা বাজারজাত করার নির্দেশনা দেন।

পরে মনিটরিং টিমের সদস্যরা সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের পিয়াঁজের আড়ত পরিদর্শন ও আড়তদারদের সাথে কথা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্য মন্ত্রণালয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ