বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মহানগরের লবণচরা বান্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (চলতি দায়িত্ব) বায়েজীদ আকন বলেন, লবণচরা মোক্তার হোসেন রোডের মৃত মনির হোসেন চৌধুরীর স্ত্রী স্বপ্না বেগম সোমবার ট্যারা মোস্তর বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণা মামলা করেন। তার পরিপ্রেক্ষিতে সকালে গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা বান্দাবাজার এলাকা থেকে ট্যারা মোস্তকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, ট্যারা মোস্তর বিরুদ্ধে খুলনা সদর থানা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, লবণচরা, রূপসা থানায় সাতটি হত্যা, চাঁদাবাজি, অপহরণ, সরকারি কাজে বাধা দেওয়া, বিস্ফোরক, হত্যা চেষ্টার অভিযোগ ছাড়াও দ্রুত বিচার আইন এবং বিশেষ ক্ষমতা আইনে মোট ২১টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে প্রতারণার অসংখ্য অভিযোগসহ জিডি রয়েছে। ট্যারা মোস্তকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি বায়েজীদ।
এদিকে, আলোচিত সন্ত্রাসী ট্যারা মোস্ত গ্রেফতার হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।