Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পবিত্র কাবা শরীফে রহমতের বৃষ্টি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ৩:০০ পিএম

পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামে মুষলধারে বৃষ্টি হয়েছে। গতকাল সোমবার বিকেলে রহমতের বৃষ্টিতে ভিজে ভিজে তাওয়াফ করেন বিভিন্ন দেশ থেকে আসা ওমরাহ্ পালনকারীরা।
বৃষ্টিতে সিক্ত হয়েছে কাবা শরীফের গিলাফ। এ থেকে অনবরত বৃষ্টির পানি গড়িয়ে পড়ার দৃশ্য দেখে অভিভূত প্রত্যক্ষদর্শীরা। মনে হচ্ছে, যেন রহমতের ফোয়ারা ঝরছে। বৃষ্টির কারণে তাওয়াফকারীদের মাঝে কোনো তাড়াহুড়ো নেই। সবাই যেন রহমতের বৃষ্টি গায়ে মাখতেই অপেক্ষা করছিল।
মরুভূমির দেশে মুমিন মুসলমানের হৃদয়ের আধ্যাত্মিক পরিবেশকে আরও আবেগঘন করে তুলে এ বৃষ্টি। মহান আল্লাহর কাছে প্রার্থনায় মগ্ন হয়েই রহমতের বৃষ্টি গায়ে মাখছিল ওমরাহ্ পালনকারীরা।
অথচ কাবা শরীফের চত্ত¡রে প্রতি বছরই একাধিকবার বৃষ্টির জন্য নামাজ পড়া হতো। এ বৃষ্টি মহান আল্লাহ রহমত হিসেবে বর্ষণ করেন বলে সবাই বিশ্বাস করেন। তবে বৃষ্টিতে যেনো অনাকাক্সিক্ষত কোনো সমস্যা না হয় সে বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে বলে জানান মক্কার সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর নায়েফ আল-শরিফ।

 



 

Show all comments
  • Shofiq ১ অক্টোবর, ২০১৯, ৪:৫৯ পিএম says : 0
    Ameen ! Ameen !! Ameen !!! لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَشَرِيْكَ لَكَ “Labbayka Allaahumma labbayk, labbayka laa shareeka laka labbayk. Inna al-hamd wa’l-ni’mata laka wa’l-mulk, laa shareeka lak (Here I am, O Allaah, here I am. Here I am, You have no partner, here I am. Verily all praise and blessings are Yours, and all sovereignty, You have no partner).”
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবা শরীফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ