Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জহুরুল-মিঠুনদের সেঞ্চুরি মিসের হতাশা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন সেঞ্চুরি হাতছাড়া হওয়ার হতাশায় পুড়তে হয়েছে জহুরুল ইসলাম ও মোহাম্মাদ মিঠুনকে। দুজনেই আউট হয়েছেন ব্যক্তিগত নব্বইয়ের ঘরে। তাদের ব্যাটে ভর করেই হাম্বানটোটার মাহেন্দ্র রাজাপাক্ষে স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৬ উইকেটে ২৭০ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ ‘এ’ দল।
‘এ’ দলের সফর হলেও বাংলাদেশ দলের অধিকাংশ খেলোয়াড়েরই রয়েছে টেস্ট খেলার অভিজ্ঞতা। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন দুই অভিজ্ঞ নাজমুল হাসান শান্ত ও মুমিনুল হক। তবে দারুণ ইনিংসে জাতীয় দলে ফেরার দাবি আবারও জোরালো করেছেন জহুরুল। সাদমান ইসলামের সঙ্গে ৯০ রানের উদ্বোধনী জুটি গড়া জহরুল আউট হন দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে ২১০ বলে ৮ চারে ৯০ রান করে। এর আগে চতুর্থ উইকেটে মিঠুনের সঙ্গে গড়েন ১৩৭ রানের জুটি। মিঠুন রান আউট হন ১২০ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯২ রান করে। সাদমানের ব্যাট থেকে আসে ১১২ বলে ৫৩।
বাংলাদেশ ‘এ’ দল : ৮৫ ওভারে ২৭০/৬ (জহুরুল ৯০, সাদমান ৫৩, মুমিনুল ১১, মিঠুন ৯২, সৌম্য ৮*, মিরাজ ৭*; বিশ্ব ১/৪৯, অশিথা ১/৩৫, রমেশ ২/৪৩, প্রিয়াঞ্জন ১/৩৪)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হতাশা

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ