Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে সমাবেশে চসিক মেয়র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িতদের কোন ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি সমাজকে মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। এ থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। 

গতকাল (রোববার) দক্ষিণ আগ্রাবাদস্থ কর্ণফুলী শিশু পার্কের লেকভিউ চত্বরে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি বিরোধী এবং স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন।
মেয়র নাছির আগামী মাসের মাঝামাঝিতে লালদীঘি ময়দানে স্বরাষ্ট্রমন্ত্রী, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে জঙ্গিবাদ, মাদকবিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।
চসিক আইন শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর এইচ এম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আফরোজা কালাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এমদাদুল ইসলাম প্রমুখ।
নির্মাণ সামগ্রী পরীক্ষণ
পরীক্ষাগার উদ্বোধন
নগরীর সাগরিকাস্থ সিটি কর্পোরেশন স্টোর এলাকায় সর্বাধুনিক নির্মাণ সামগ্রী পরীক্ষণ পরীক্ষাগার উদ্বোধন করা হয়েছে। গতকাল মেয়র আ জ ম নাছির উদ্দীন এ পরীক্ষাগার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ