Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মাউশিতে ভোগান্তি, বিড়ম্বনা

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা তথা সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের বিভিন্ন দাপ্তরিক ও প্রশাসনিক কাজে যেতে হয়। কিন্তু মাউশিতে প্রবেশমাত্র সেখানে কর্তব্যরত কর্মকর্তাদের হাতে প্রায়ই বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের নানাবিধ ভোগান্তি, বিড়ম্বনা ও কখনও কখনও দুর্ব্যবহারের শিকার হতে হয়। অথচ মাউশি কর্তৃপক্ষ ও মন্ত্রণালয় এসব বিষয়ে জানা সত্তে¡ও অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা দেখায়। আবার কখনও মিডিয়ার চাপে অভিযুক্ত কর্মকর্তাদের ঢাকার বাইরে বদলি করলেও তারা আবার আগের অবস্থায় ফিরে আসে।
শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর কাছে অনুরোধ, শিক্ষা মন্ত্রণালয় ও মাউশিতে শুদ্ধি অভিযান চালানো দরকার। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি।
মো. আব্দুল্লাহ আল মামুন
কোটবাড়ী, কুমিল্লা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন