Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের পর ভিডিও করল ছাত্রলীগ নেতা

খুলনায় গৃহবধূসহ শিকার আরো ৬ আটক ৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

স্কুলছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা শামীম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিদেশে পাঠানোর নামে মাগুরার এক গৃহবধূকে ঢাকায় নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। টাঙ্গাইলে তৃতীয় শ্রেণির (৯) এক ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। খুলনায় গণধর্ষণের শিকার হয়েছেন গৃহবধূ। এছাড়া বগুড়ার ধুনট উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী বিধবা ও আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, বিভিন্ন স্থানে ধর্ষণ মামলায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

মাগুরা : বিদেশে পাঠানোর নামে মাগুরার এক গৃহবধূকে ঢাকায় নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নজরুল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নজরুল মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

মামলায় ওই গৃহবধূ অভিযোগ করেছেন, সংসারে অভাব থাকায় তিনি বিভিন্ন স্থানে কাজ খুঁজছিলেন। নজরুল তাকে সৌদি আরব পাঠানোর জন্য তার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেন। গত ১৩ অগাস্ট নজরুল তাকে ভিসার জন্য ঢাকায় নিয়ে একটি বাসায়

আমাকে আটকে রেখে নজরুল, মোকাররম ও আরজু শেখসহ কয়েকজন প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে। একপর্যায়ে আমি সুযোগ পেয়ে গত ১২ সেপ্টেম্বর ভোরে পালিয়ে গাবতলী যাই। তারপর বাসে উঠে মাগুরায় ফিরে আসি। মাগুরা থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মামলার পরিপ্রেক্ষিতে নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বরিশাল : স্কুলছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার মামলায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত মেম্বার সাবেক ছাত্রলীগ নেতা শামীম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে রাজিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শামীম তালুকদার রাজিহার এলাকার বাসিন্দা এবং একই ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা। আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, স্কুলছাত্রী গণধর্ষণের পর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়া ছাড়াও আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি শামীম তালুকদার। তাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আগৈলঝাড়ার এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর মোবাইলে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার ঘটনায় ইউপি সদস্য শামীম তালুকদারসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন স্কুলছাত্রীর মা। বর্তমানে ওই মামলার বিচার চলছে।

টাঙ্গাইল : বাড়িতে একা পেয়ে চকলেটের প্রলোভন দেখিয়ে টাঙ্গাইলে তৃতীয় শ্রেণির (৯) এক ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই অভিযুক্ত ধর্ষক শহিদুল ইসলামকে (৫২) আটক করেছে পুলিশ। সে একই গ্রামের মৃত ইউনিস আলীর ছেলে। গতকাল সকালে এ ঘটনায় ওই শিশুর মা থানায় মামলা করেছেন। মেয়েটির মা ও মামলার বাদী কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবা হারানো আমার ছোট্ট মেয়েটিকে শহিদুল এই অবস্থা করেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এদিকে, টাঙ্গাইলের বাসাইলে এক গৃহকর্মীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনা ১০ হাজার টাকায় মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহকর্মীর দায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাসাইল থানার এসআই আব্দুল মোমেন এ তথ্য জানান। গ্রেফতার দুজন হলো ধর্ষণের দায়ে অভিযুক্ত হানিফ মিয়া ও তার স্ত্রী শেফালী বেগম। তারা উপজেলার সুন্যা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এক আশ্রিত দৃষ্টি প্রতিবন্ধী বিধবাকে ধর্ষণের অভিযোগে উত্তম কুমার (৪৫) নামে এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উত্তম কুমার উপজেলার ভুতবাড়ি গ্রামের জতিন্দ্র নাথের ছেলে। সে স্থানীয় ভান্ডারবাড়ি বাজার এলাকার হাতুড়ে চিকিৎসক।
ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে উত্তম কুমারের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পাইকপাডা গ্রামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি শ্যালোমেশিন ঘরে তাকে ধর্ষণ করা হয়। গুরুতর আহতাবস্থায় ওই ছাত্রী এখন চুয়াাডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি। ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়েছে ধর্ষক আহম্মেদ আলী। সে পাইকপাড়া গ্রামের মারফত আলীর ছেলে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে পাইকপাড়া গ্রামে বাড়ির পাশের খোলা জায়গায় খেলা করছিলো ওই ছাত্রী। এ সময় আহম্মদ আলী মুরগী ধরে দেওয়ার লোভ দেখিয়ে তাকে শ্যালোমেশিনের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে।

খুলনা : খুলনায় গহনা তৈরির টাকা পরিশোধ করতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় আল হেলাল নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত ৮টার দিকে নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার বাসিন্দা এপিপি মোশাররফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেছেন গৃহবধূ। খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, গণধর্ষণের ঘটনায় গৃহবধূবাদী হয়ে মামলা করেছেন। মামলার পর চার নম্বর আসামি আল হেলাল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

Show all comments
  • Belayet Munshi ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৮ এএম says : 0
    আচ্ছা একটা জিনিস আমার বুঝে আসেনা, ধর্ষন,চাঁদাবাজি, দূর্নূীতি,খুন খারাবি হলেই, ছাত্রলীগ,যুবলীগ,আওয়ামী লীগ এদের নাম আসে কেন এরা ছাড়া কি দেশে লোক আছে? সবাই এখন এসব দলের অন্তভূক্ত।
    Total Reply(0) Reply
  • Hannan Miazi ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৮ এএম says : 0
    দলমত নির্বিশেষে এদের পরিচয় হোক ধর্ষক। এরা হোক ঘৃণিত।
    Total Reply(0) Reply
  • Ahtashum Sagar ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৯ এএম says : 0
    He must be in cross fire
    Total Reply(0) Reply
  • Md Golam Gaus Khan ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৯ এএম says : 0
    হ্মমতার কি দাপট? কি অপব্যাবহার? কতজনকে আইনের আওতায় আনবেন? কতজনকে শনাক্ত করবেন? কি নরপশু?
    Total Reply(0) Reply
  • Dulal Hossain ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১:৪৯ এএম says : 0
    এদের মনে হয় মা ভোন বলতে কোন কিছু নাই, এদের এমন বিচার করার দাবি জানাই সরকারের কাছে যাতে আর কেউ করার সাহস না পায় এমন কাজ।
    Total Reply(0) Reply
  • Efti Ahmed ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫০ এএম says : 0
    কোন মানুষের ঔরসে এইসব জানোয়ারদের জন্ম হতে পারে না। এই কুলাঙ্গারদের নগ্ন করে গুলি করে মারা হোক।
    Total Reply(0) Reply
  • দাড়িঁ ওয়ালা ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫১ এএম says : 0
    ধিক্কার জানাই আমি সেই সব মানুষ নামের পশুদের
    Total Reply(0) Reply
  • Md Raju Hosain Shanto ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫১ এএম says : 0
    সরকারের প্রতি আকুল আবেদন,,, ধর্ষনের ব্যাপারে কঠোর আইন করুন। ধর্ষনের শাস্তি একমাএ। মৃত্যুদন্ড/ফাসি/ক্রসফায়ার। ##দয়াকরে কার্যকর করুন।
    Total Reply(0) Reply
  • Syed ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৩৮ এএম says : 0
    ৭১`এ রাজাকাররা আমাদের মা ও বোনদেরকে ধর্ষন করেছিল, লুটপাট করেছিল, বাড়িঘর পুড়য়ে দিয়ছিল, অবিচারে মানুষ খুন করেছিল | যা এই আওয়ামী, ছাত্রলীগের কার্যকলাপের সাথে হুবহু মিলে যাচ্ছে | তাহলে এরাই তো আসল, গৃহপালিত রাজাকার !! ওরা কিভাবে অন্যকে রাজাকার বলে ?
    Total Reply(0) Reply
  • অপূর্ব ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ৮:৩০ এএম says : 0
    ধর্ষণ ধর্ষণ ধর্ষণ শুনতে শুনতে আর ভালো লাগেনা। এই অপকর্মের ব্যপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোরালো ভাবে আবেদন নিবেদন করলেন হয়তো একটা সমাধানের পথ তৈরি হবে আশা করি। কেননা উনি না বললে প্রশাসন কানে শোনেনা আর পুলিশতো চোখেই দেখেনা।
    Total Reply(0) Reply
  • দেলোয়ার হোসেন ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৪৯ এএম says : 0
    ধর্ষণ শব্দটি আমরা শুনতে চাই না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ