বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদ উপজেলার বালিহারী গ্রামে মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীর ঘরে ডাকাতি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বেশ কিছু মোবাইল ফোন নিয়ে পালানোর সময় পুলিশের কাছে ধরা পড়েছে সংঘবদ্ধ ওই ডাকাত দল। বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতরা ওই ঘরে প্রবেশ করে নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে। এ খবর জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নেমে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করে।
গ্রেফতার ডাকাতরা হল, ডাকাত দলের দলনেতা বানারীপাড়া উপজেলার বালিপাড়া গ্রামের আজিজ সরদারের পুত্র বাদশা মিয়া (৪৫), একই উপজেলার কচুয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র মো. লিটন (৪৪), নেছারাবাদের ডুবি গ্রামের মনসুর মাঝির পুত্র জাহারুল মাঝি ওরফে ছাইদুল (৪০), একই উপজেলার পঞ্চবেকি গ্রামের ইসমাইল তরফদারের পুত্র ছান্টু মিয়া (৪০), নরসিংদী জেলার মাধবদী উপজেলার ইয়াজ উদ্দিনের পুত্র শাহজাহান (৬০) এবং রাজবাড়ী জেলার রামকান্তপুর এলাকার আব্দুল কাদিরের পুত্র ইসমাইল হোসেন (৪৮)। এসময় ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত ৪৮ হাজার ৫শ’ টাকা ও বেশ কিছু স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।