Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষ্যাপা বরিসে বিরক্ত এমপিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ব্রিটিশ পার্লামেন্ট স্থগিত- সুপ্রিমকোর্টের এমন সিদ্ধান্তে চরম ক্ষেপে রয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ না করেই বুধবার দেশে ফিরেছেন। ফিরেই পার্লামেন্টে এমপিদের একহাত নিলেন তিনি। ব্রিটিশ পার্লামেন্ট স্থগিত- সুপ্রিমকোর্টের এমন সিদ্ধান্তে চরম ক্ষেপে রয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ না করেই বুধবার দেশে ফিরেছেন। ফিরেই পার্লামেন্টে এমপিদের একহাত নিলেন তিনি। ব্রেক্সিট কার্যকরে নতুন সময়সীমা বাড়ানোর চেয়ে আত্মসমর্পণ করাই ভালো বলেই হুংকার তুলেছেন বরিস। বলেন, চুক্তিহীন ব্রেক্সিটের পরিবর্তে নতুন করে বিলম্বের চেয়ে ভালো হয় হত্যার শিকার ব্রেক্সিটবিরোধী এমপি জো কক্সের প্রতি শ্রদ্ধা জানানো আর এতেই ব্রেক্সিট কার্যকর হয়ে যাবে। এমন মন্তব্যে এমপিদের তোপের মুখে পড়েছেন বরিস। অনেকেই প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন। এএফপি জানায়, ২০১৬ সালে ব্রেক্সিট প্রচারণার সময় হত্যার শিকার হন ইউরোপপন্থী জো কক্স। পার্লামেন্টে তার কথা তুলে বরিস কার্যত ব্রিটিশ এমপিদের ‘হত্যার হুমকি’ দিয়েছেন। ইউরোপিয়ান কমিশনের ব্রিটিশ সদস্য জুলিয়ান কিং বৃহস্পতিবার টুইটারে বলেন, প্রধানমন্ত্রীর এ ধরনের মন্তব্য জঘন্য ও বিপজ্জনক। আপনি যদি মনে করেন, এমন আক্রমণাত্মক মন্তব্যে ইউরোপজুড়ে (যুক্তরাজ্যসহ) রাজনৈতিক উত্তেজনা ছড়াবে না, তাহলে বুঝতে হবে আপনার মনোযোগ এদিকে নেই। পার্লামেন্টে বরিস বারবার আত্মসমর্পণের কথা বলেছেন। রাগে মুখ বাঁকিয়ে বক্তব্যের খেই হারিয়ে জো কক্সের কথা তুলেছেন। কক্সের স্ত্রী ব্রেনডান বলেন, ছিঁচকাঁদুনে চেহারায় বরিস প্রয়াত এমপির প্রতি শ্রদ্ধা জানানোর কথা তুলে বলেছেন, এতেই ‘ব্রেক্সিট বাস্তবায়ন’ হয়ে যাবে। টুইটারে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মাধ্যমে এভাবে হেয় করার ছলে জো কক্সের প্রসঙ্গ তোলায় খুব ব্যথিত হয়েছি। টোরি চেয়ারম্যান জেমস ক্লেভারলি বলেন, বারবার ‘আত্মসমর্পণ’ শব্দ ব্যবহার করাটাও প্রধানমন্ত্রীর জন্য ‘সম্পূর্ণ অনায্য’। স্বয়ং হাউস অব কমন্সের স্পিকার জন বারকাউ বলেন, হাউস অব কমন্সের সংস্কৃতিকে বিষাক্ত করে তুলেছেন প্রধানমন্ত্রী। লেবার পার্টির এমপি পাউলা
শেরিফ বলেন, আত্মসমর্পণমূলক কার্যক্রম বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার শামিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিস

২৬ মে, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ