বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা এলাকায় গতকাল শুক্রবার বেলা সোয়া ১১ টায় শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এক শিবির কর্মীসহ ৫ পুলিশ আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৯ টি ককটেল, লিফলেট, ব্যানার ফেস্টুন উদ্ধার করেছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস দৈনিক ইনকিলাবকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসার পিছনে একটি ঘরে শিবিরের কিছু নেতাকর্মী নাশকতার উদ্যোগে একত্রিত হয়েছে। এ খবরে দেবপুর পুলিশ ফাঁড়ীর এ এস আই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে, এতে এ.এস.আই দেলোয়ার কন্সটেবল মাহবুব আহত হয়। পুলিশ এসময় গুলি চালালে শিবির কর্মীরা পিছু হটে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক শিবির কর্মীকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পুলিশ তল্লাসী করে ৯ টি ককটেল, বিপুল পরিমান লিফলেট, ব্যনার, ফেস্টুন উদ্ধার করেছে। অহত পুলিশের সদস্যরা কাবিলা ইস্টান মেডিক্যাল কলেজ ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।