বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিদেশে পাঠানোর নামে এক গৃহবধূকে ঢাকায় একটি বাড়িতে আটকে গণধর্ষণ করেছে একটি চক্র। কৌশলে বাড়ি থেকে পালিয়ে মাগুরা সদর থানায় মামলা করেছে ভুক্তভোগী ওই গৃহবধূ। যার ভিত্তিতে সদর উপজেলার আমুড়িয়া গ্রাম থেকে আজ শুক্রবার সকালে এই চক্রের সদস্য নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ।
থানায় দায়েরকৃত ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, সংসারে অভাব অনটন থাকায় বিভিন্ন জায়গায় কাজ খুঁজছিলেন তিনি। এরই এক পর্যায়ে নজরুল ইসলামের সাথে পরিচয় হলে সে সৌদি আরবে লোক পাঠায় বলে জানায়। পরবর্তীতে পাসপোর্ট এবং ভিসা বাবদ তার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেয় নজরুল। গত ১৩ আগস্ট নজরুল পাসপোর্টের, ভিসা ও প্রশিক্ষণের জন্য লস্করপুর নানা বাড়ি থেকে তাকে ঢাকার দারুস সালাম থানার পাশে মোর্কারমের বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে জোরপূর্বক আটকে রেখে নজরুল, মোকাররম, আরজু শেখসহ আরো অজ্ঞাতনামা দুইজন তাকে প্রতিনিয়ত জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। এরই এক পর্যায়ে গত ১২ সেপ্টেম্বর ভোরে ওই বাসা থেকে ভুক্তভোগী গৃহবধূ কৌশলে পালিয়ে গাবতলী হয়ে মাগুরায় ফিরে আসে।
এ ব্যাপারে মাগুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, বাদির মামলার প্রেক্ষিতে নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।