Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাক শাহিন আবার গ্রেফতার

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১০ পিএম

ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ শাহিন আবার গ্রেফতার হয়েছেন। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত্র ১ঃ৩০ ঘটিকায় ভোলা থানার ৩০-৪০ জন পুলিশ তাঁর বাসা ঘেরাও করে তাঁকে আইসিটি মামলার কথা বলে গ্রেফতার করে ভোলা থানায় নিয়ে আসে।

রাত্র ২ ঘটিকায় ভোলা থানার ওসি এনায়েত হোসেন কে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, সকালে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এর আগেও একাধিক বার মোস্তাক শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোলার মেয়র মনিরুজ্জামান হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করে পরবর্তীতে আওয়ামীলীগ অফিস ভাংচুর মামলা ও তজুমুদ্দিনের ডাকাতি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর পর তাকে গ্রেফতার করে ইয়াবা মামলায় চালান করে ডিবি পুলিশ। ফের গতকাল রাতে তাকে আবার আটক করে থানায় নিয়ে আসছে। ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার এর জননিরাপত্তা আইনের মামলা ও ইয়াবা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ