Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পশ্চিমারা কিছুদিন পরপরই রাসূলের (সা.) অবমাননা করে’

সম্ভাব্য পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫১ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, কাশ্মীর সঙ্কট ঘিরে একটি পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সতর্কতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন। অর্ধশতকের মধ্যে প্রথমবারের মতো পাকিস্তানের ভ‚খÐে ঢুকে ভারতীয় বিমান বাহিনীর বোমা হামলা চালানোর পর গত ফেব্রæয়ারিতে যুদ্ধের কিনারে গিয়ে ঠেকেছিল দক্ষিণ এশিয়ার এ পরমাণু শক্তিধর দুই দেশ। কাশ্মীরে দুই দেশের যুদ্ধবিমানেরও একপশলা মুখোমুখি লড়াই হয়েছে। পরবর্তী সময়ে শান্তি নিদর্শনস্বরূপ পাকিস্তানে আটক ভারতীয় যুদ্ধবিমানের পাইলটকে ইমরান খান ফেরত দিলে দুই দেশের উত্তেজনা কিছুটা কমে আছে।

কিন্তু গত ৫ আগস্ট অধিকৃত কাশ্মীরের সাংবিধানিক স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়ার পর দুই দেশের উত্তেজনা ফের বাড়তে থাকে। রাজ্যটিতে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। অধিকাংশ রাজনীতিবিদসহ নিরপরাধ নাগরিকদেরও গ্রেফতার করে কারাগারে আটকে রেখেছে মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী ভারতীয় সরকার। আটকদের মধ্যে শিশুরাও রয়েছে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী আদর্শ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে দাবি করেন ইমরান খান। মোদিকে তিনি ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করেন। মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিতে বর্তমানে যোগাযোগ অচলাবস্থা চলছে। সেখানকার মোবাইল ফোন ও ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। পাক প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এতে জনগণের বিরূপ প্রতিক্রিয়া আগের তুলনায় বেড়েছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাংবাদিকদের তিনি বলেন, কাশ্মীরিরা যখন রাস্তায় নেমে আসবেন, তখন কী ঘটবে? এ সময়ে কাশ্মীরের নিরাপত্তা জোরদার করার নামে সেখানে ৯ লাখ ভারতীয় সেনা মোতায়েনের দিকে ইঙ্গিত দিয়ে সাবেক এ কিংবদন্তি ক্রিকেট তারকা বলেন, আমার আশঙ্কা- লোকজন যখন রাস্তায় বিক্ষোভ জানাতে নেমে আসবেন, তখন তাদের ওপর ব্যাপক হত্যাকাÐ চালানো হবে।
পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে তিনি মন্তব্য করেন। জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে দেখা করতেই ম‚লত নিউইয়র্কে তার যাওয়া জানিয়ে ইমরান খান বলেন, আমরা সম্ভাব্য একটি আনুপাতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি, যা এখানকার কেউ উপলদ্ধি করতে পারছেন না। তিনি বলেন, কিউবা সঙ্কটের পর এই প্রথম দুটি পরমাণু শক্তিধর দেশ মুখোমুখি যুদ্ধের দিকে যাচ্ছে। গত ফেব্রæয়ারিতেও আমরা মুখোমুখি হয়েছিলাম। এসময় পাকিস্তানের ভ‚খÐ রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন ইমরান খান। তবে অনিয়ন্ত্রিত উত্তেজনা বৃদ্ধিরও আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি।
বালাকোট শহরের বাইরে ভারতীয় বিমানবাহিনীর হামলা সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও জানান, ফেব্রæয়ারিতে সেনাপ্রধান ও বিমানবাহিনীর প্রধান আমাকে ফোন করে বলেন যে, ভারতীয় বিমান সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তানের ভ‚খÐে বোমা হামলা চালিয়েছে। আমরা কী করতে পারি? আমরাও কি সেই পছন্দটি বেছে নিতে পারি?
পাকিস্তানি এই নেতা জানান, চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে আলোচনায় এই আতঙ্কের কথা তুলে ধরেছেন। ভারত ও পাকিস্তান যদি সম্মত হয়, তবে এ ক্ষেত্রে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। ভারত সবসময় তৃতীয়পক্ষের মধ্যস্থতার বিরোধী।
বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদকে মোকাবেলায় অপরিহার্য বলে অধিকৃত কাশ্মীরের নিজের পদক্ষেপকে উপস্থাপন করেছেন মোদি। তার অভিযোগ, পাকিস্তান এসব উসকে দিচ্ছে। এতে এক অসম্ভব পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ইমরান খান। মোদির একজন ঘনিষ্ঠ মিত্র হলেন ট্রাম্প। টেক্সাসের হাউসটনে ভারতীয় বংশোদ্ভ‚ত মার্কিন নাগরিকদের এক সমাবেশে গত রোববার অতিথি হিসেবেও হাজির ছিলেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট। মোদির কিছু বাগাড়ম্বরপূর্ণ ভাষাকে খুবই আগ্রাসী বলে বর্ণনা করেছেন ট্রাম্প।
ইমরান খান বলেন, আমি সর্বোচ্চ চেষ্টাটুকু করব। আমাদের হাতে কী কী বিকল্প আছে? আমরা কী করি? আমরা কী সেই দুঃস্বপ্নের দৃশ্যপট শুরু হওয়ার জন্য অপেক্ষা করছি এবং আশা করছি, যাতে তা না ঘটে।
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় বসবাস করা মোহাম্মদ রমজান বলেন, কাশ্মীরের নাগরিকরা জাতিসংঘের যা ঘটছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, আমি আশা রাখছি- জাতিসংঘ এমন কিছু করবে, যা কাশ্মীরিদের সহায়তা করবে। না হলে আমাদের কয়েক প্রজন্মের আত্মত্যাগ ধ্বংস হয়ে যাবে। রমজান বলেন, অন্তত আমার প্রজন্ম ভালো ও খারাপ দিনগুলো দেখতে পেয়েছে। কিন্তু আমার ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আমি আরও বেশি আতঙ্কিত। কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরে নিজের ছেলেকে দেখতে এসে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, আমরা নরক ও আগুনের মধ্যে আটকা পড়েছি। নতুন প্রজন্মের ভারতবিরোধী বিদ্রোহের মূল কেন্দ্রে পরিণত হয়েছে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন অংশ।
উগ্রবাদকে ধর্মের সঙ্গে সম্পৃক্ত করা দুর্ভাগ্যজনক
উগ্রবাদ ও আত্মঘাতী হামলাকে ধর্মের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টিকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ধর্ম অবমাননা ও উগ্রবাদ সম্পর্ক পশ্চিমা দেশগুলোর পূর্ণ ধারণা নেই এবং কিছুদিন পরপরই তারা রাসূলের (সা.) অবমাননা করে থাকে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে পাকিস্তান-তুরস্ক যৌথ আয়োজিত ‘ঘৃণাচর্চা’ বিষয়ক একটি সেমিনারে এ কথা বলেন তিনি।
ইমরান খান বলেন, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে, অবহেলিত ও নির্যাতিত শ্রেণির মানুষই বেশিরভাগ আত্মঘাতী হামলা চালিয়েছে। ৯/১১’র আগে ৭৫ ভাগ আত্মঘাতী হামলা চালিয়েছিল তামিল টাইগাররা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানীরা মার্কিন বিমানে আত্মঘাতী হামলা চালিয়েছিল। এসব হামলা কোনো ধর্মীয় উদ্দেশে ছিল না। কারণ বিশ্বের কোনো ধর্মই আত্মঘাতী হামলার অনুমতি দেয় না। তিনি বলেন, দুর্ভাগ্যের বিষয় হল পশ্চিমাবিশ্ব আত্মঘাতী হামলাকে ধর্মের সঙ্গে সম্পৃক্ত করেছে। বিশ্বের অধিকাংশ সন্ত্রাসী কর্মকাÐের সঙ্গে রাজনীতির সম্পর্ক রয়েছে দাবি করে পাক প্রধানমন্ত্রী বলেন, সামাজিক ন্যায়বিচারের অনুপস্থিতি ও রাজনৈতিক দুর্বৃত্ততা সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করে। সূত্র : ডন।

 



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ৯:১১ এএম says : 0
    What you are doing? Where's your beard? Where is your cap ? What you're doing? Haw many dog's you have? Muslim mustn't right to keep dog. What is ISLAM? Must learn Islam for better life and death benefits . INSALLAH. please learn islam and do ISLAM . MUSLIM Without Islam never win war field. Every Muslim look after they're self through Islam will win in life and death benefits. INSALLAH.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ