Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেতানিয়াহুকে সরকার গঠনের অনুরোধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৩৫ পিএম

ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে পরবর্তী সরকার গঠনের আহ্বান জানালেন প্রেসিডেন্ট রোভি রিভলিন৷ নির্বাচন পরবর্তী মনোনয়ন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
গত সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর কোনো দল এককভাবে সরকার গঠন করতে ব্যর্থ হয়৷ নির্বাচনে নেতানিয়াহুরদল লিকুদ পার্টির ৩১জন সদস্য জয়লাভ করে৷ তার নিকটতম প্রতিদ্বন্দী বেনি গান্টস-এর ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির ৩২ সদস্য জয় পায়৷ তবে সরকার গঠনের জন্য নেতানিয়াহুর লিকুদ পার্টি নিজ দলের সদস্যসহ মোট ৫৫ জন প্রতিনিধির সমর্থন আদায় করতে সক্ষম হয়৷ এদিকে সরকার গঠনের দৌড়ে তার নিকটতম প্রতিদ্বন্দী বেনি এখন পর্যন্ত ৫৪ জন সদস্যের সমর্থন আদায় করতে পেরেছেন বলে জানা গেছে৷ দেশটির ১২০ সদস্য বিশিষ্ট সংসদে সরকার গঠন করতে হলে কোনো দলকে অন্তত ৬১জন সদস্যের সমর্থন থাকতে হবে৷ দৌড়ে এগিয়ে থাকা নেতানিয়াহুর হাতে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় রয়েছে৷ নেতানিয়াহু ব্যার্থ হলে বেনি গান্টস সরকার গঠনের সুযোগ পাবেন৷
সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর একটি ঐক্যমতের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু৷ তিনি বলেন, উপসাগরীয় দেশ ইরানের বর্তমান অস্থিরতা মোকাবেলায় এ মুহূর্তে আমাদের প্রয়োজন একটি জাতীয় ঐক্য৷
তবে নেতানিয়াহু জাতীয় ঐক্যের ডাক দিলেও লিকুদ পার্টির সাথে কোনো ধরনের ঐক্য করতে রাজী নন বেনি গান্টস৷ আর এ ক্ষেত্রে তিনি আঙুল তুলেছেন নেতানিয়াহুর প্রতি, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে৷ ‘আমরা এমন কারো সাথে সংসদে বসতে চাই না যার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা ধরনের অভিযোগ রয়েছে,’ বলেন তিনি৷
এদিকে সম্মিলিত সরকার গঠনের বাদানুবাদের মধ্যে সরকার গঠনের একটি বিকল্প প্রস্তাবও এসেছে দেশটির রাজনৈতিক অঙ্গনে৷ আর তা হলো ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব৷ প্রস্তবটিতে বলা হয়েছে যে, দুটি বড় রাজনৈতিক দল পালাক্রমে সরকার পরিচালনা করবে৷ তবে আপত্তি রয়েছে সেখানেও, কেননা, রাষ্ট্র পরিচালনায় কে প্রথম দায়িত্ব পাবে সে নিয়েও রাজনৈতিক দলগুলোতে রয়েছে মতানৈক্য৷ সূত্র: রয়টার্স।

 



 

Show all comments
  • ABU ABDULLAH ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৩১ পিএম says : 0
    اللهم اخذل الكفرة والمبتدعة واليهود والنصارى
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেতানিয়াহু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ