Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার বাংলাদেশীর জামিন আবেদন নাকচ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২০ পিএম

ভানুয়াতুর আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন মানব পাচারে অভিযুক্ত চার বাংলাদেশী। তারা হলেন সুমন, বুক্সো নাবিলা বিবি, পলাশ হোসেন ও আনোয়ার হোসেন। আদালত তাদের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন। কারণ, তাদের কাছে অন্য দেশের পাসপোর্ট আছে। ফলে পালিয়ে অন্য কোনো দেশে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে এক্ষেত্রে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশ থেকে পাচার করে তারা ১০২ জনকে ভানুয়াতুতে নিয়েছিলেন। তাদেরকে কাজ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ভানুয়াতু পৌঁছার পর ওইসব বাংলাদেশীকে তারা দাস হিসেবে ব্যবহার করতেন। ভানুয়াতু ডেইলি পোস্ট এক রিপোর্টে বলেছে, ওই চার অভিযুক্ত বাংলাদেশীর বিরুদ্ধে পাচার করে নিয়ে দাস হিসেবে ব্যবহার, অর্থপাচার ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ রয়েছে।

অভিযুক্তদের একজন সুমন ভানুয়াতুতে ‘মিস্টার প্রিন্স’ নামে একটি কোম্পানির মালিক। প্রসিকিউটররা বলেছেন, পাচার করে নেয়া ব্যক্তিদের এই কোম্পানিতে কাজ করতে বাধ্য করা হতো। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ও ভানুয়াতু সরকারের উদ্যোগে ওইসব বাংলাদেশীকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিবাসন

৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ