মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রধানমন্ত্রী বরিস বলেছেন জনসনপার্লামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত বেআইনি বলে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন সেই রায়কে ভুল । তিনি বলেন, জাতীয় এই বিতর্কের সময় রাজনৈতিক প্রশ্নে এমন রায় দেওয়া সুপ্রিম কোর্টের ভুল হয়েছে। এর আগে বরিস জনসনের সিদ্ধান্তকে অবৈধ রায় দিয়েছিলো দেশটি সর্বোচ্চ আদালত। দেশের এমন জাতীয় বিতর্কিত রাজনৈতিক একটি বিষয়ে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হয়নি।
বরিস জনসনের পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্তকে গত মঙ্গলবার বেআইনি ঘোষণা করে রুল জারি করে দেশটির সুপ্রিম কোর্ট। এরপর গতকাল বুধবার ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সংসদ সদস্যদের (এমপি) উদ্দেশ্যে বক্তব্য দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ সময় বরিস জনসন সুপ্রিম কোর্টের রুল ‘ভুল’ ছিল বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকরে সংসদ মুলতবি ঘোষণা করেও পার পেলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আদালত এই সিদ্ধান্তকে বেআইনি অভিহিত এবং বাতিল করে দেয়ায় উল্টো পদত্যাগের চাপই বাড়বে তার সরকারের উপর। তবে পদত্যাগের দাবিকে নাকচ করে দিয়েছেন জনসন। বলেছেন, আদালতের রায়ের সাথে তিনি একমত নন। উদ্ভুত পরিস্থিতিতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের জন্য যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে আজই তিনি ব্রিটেনে ফিরে এসেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।