Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় উপজেলা ভাইস চেয়ারম্যানের পুত্রকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৪৭ পিএম

পাবনার ফরিদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পুত্র রাতুল ইসলামকে ২২পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
পাবনার ফরিদপুর থানার এসআই মিন্টু জানান, মঙ্গলবার রাত ২ টার দিকে রুলদহ বাস স্ট্যান্ড এলাকা থেকে রাতুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২২পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রাতুলের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। পুলিশের দাবি, ধৃত রাতুল ইয়াবা বিক্রি করার উদ্দেশ্যে ঐ স্থানে অবস্থান করছিল।

আজ বুধবার সকালে রাতুলকে পাবনার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানান, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুসের পুত্র রাতুল ইসলাম দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধ করে আসছিল। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ