গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গতকাল সোমবার ছাত্রদলের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এরপর দিনই আজ আবার মধুর ক্যান্টিনে এসে জড়ো হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করেন। পরে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সঙ্গে দেখা করেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী মধুর ক্যান্টিনে প্রবেশ করেন। তারা সেখানে কিছু সময় অবস্থান করেন। এ সময় ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শীর্ষ কোনো নেতা উপস্থিত ছিলেন।
পরে ছাত্রদলের নেতাকর্মীরা ভিসি আখতারুজ্জামানের কার্যালয়ে যান। সেখানে ভিসির কাছে তারা গতকালের হামলার বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানান। তারা ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করারও দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।