Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসলে বাবারা কেমন হয়!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:২৩ পিএম

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ভিন্ন ভিডিও ছড়িয়েছে কিন্তু ক্যাপশন একই রকম। বাবারা এমনই হয়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক বাবা তার ছেলেকে মাঠে বসিয়ে পরীক্ষার পড়া পড়ার সুযোগ করে দিয়েছেন। প্রচণ্ড গরমে খোলা মাঠে ঠাণ্ডা মাথায় পড়তে সমস্যা হতে পারে ভেবে তিনি মাথায় ক্রমাগত বাতাস করে গেলেন। প্রায় আড়াই মিনিট ধরে বাতাস করার ভিডিওটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফরমে ঘুরছে।

ভিডিওটি সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও সূত্র গুলো বলছে এই ভিডিওটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলার সময়ের। একটি ইউনিটের পরীক্ষা শেষ হওয়ার বিরতিতে ওই শিক্ষার্থী পড়ছিল পরের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। এ সময় পরম মামতায় সন্তানকে পড়ার সুযোগ করে দিচ্ছিলেন। তিনি নিজে দাঁড়িয়ে ক্রমাগত বাতাস করেই যাচ্ছিলেন।

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে মধ্যবয়স্ক বাবা ছেলেকে একটি বেঞ্চের ওপর বসিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে ছেলের মাথায় বাতাস করে চলছিলেন। আসলে বাবারা কেমন হয় এইসব অভিব্যক্তি সচিত্র না দেখলে বোঝা যাবে না।



 

Show all comments
  • সুজন ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ৭:১৬ এএম says : 0
    বিধাতার অমুল্ল উপহার যেটা শুধু ভাগ্যবানই চিনতে পারে
    Total Reply(0) Reply
  • Noor Mohammad ১৫ নভেম্বর, ২০১৯, ২:৫৯ পিএম says : 0
    বাবা আদর এই। মায়ের আদরের তো তুলুনাই নাই। সেই বাবা মায়েরই শেষ সময় কাটে যদি বয়স্ক আস্রমে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ