Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শামীমের টেন্ডার প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে : গণপূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১:০৫ পিএম

গ্রেফতার হওয়া যুবলীগ নেতা জি কে শামীমকে সরকারের বিভিন্ন কাজের টেন্ডার নিয়ম বহির্ভূতভাবে দেয়া হয়েছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সরকারের বেশিরভাগ স্থাপনা নির্মাণের কাজ করছেন গ্রেফতার হওয়া জি কে শামীম -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গণপূর্তমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে যে বিষয়গুলোর এসেছে, সেগুলোর আলোকে আমিও খতিয়ে দেখছি, যে প্রক্রিয়ায় তিনি ঠিকাদারি কাজ পেয়েছেন সেটা নিয়মের অধীনে ছিল, নাকি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কিছু করা হয়েছিল -এগুলো খতিয়ে দেখছি।’

গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে তিনি গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের টাকা দিয়ে কাজ নিতেন -এ বিষয়ে রেজাউল করিম বলেন, ‘বিষয়টি তদন্তাধীন, যারা তদন্ত করছেন তাদের তদন্ত রিপোর্ট আসার পরই এ বিষয়ে মন্তব্য করা শ্রেয়।’

জি কে শামীম এখনও সচিবালয়ে দুটি ভবন নির্মাণের কাজ করছেন -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘তিনি র‌্যাবের হেড কোয়ার্টারেরও ঠিকাদার। কীভাবে কাজগুলো হয়েছে, নিয়মের ব্যত্যয় হয়েছে কি-না বা কীভাবে হচ্ছে, এসব বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করছি। বিষয়টি তদন্তাধীন, তদন্তেই সব তথ্য উপাত্ত বেরিয়ে আসবে বলে আমি আশা করি।’



 

Show all comments
  • Nannu chowhan ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ২:২৪ পিএম says : 0
    Age kkhotie dekhleto Desher eto boro arthik khoti hotona...
    Total Reply(0) Reply
  • Mustafa Zahid ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ৩:২০ পিএম says : 0
    ........... ১১ বছরে ১১ টা বাজেটের টাকা ঠিকাদারি এবং ঋণ খেলাপির মাধ্যমে ব্যাংক ডাকাতি করে জুয়া খেলার মাধ্যমে বিদেশে পাচার করছে. ............ বাংলাদেশকে নিয়ে জুয়া খেলছে.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণপূর্ত মন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ