Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর কত লোডশেডিং?

| প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দিন দিন অসহনীয়ভাবে বেড়ে চলছে লোডশেডিংএর মাত্রা। কখনও দিনে আবার কখনও রাতে। দিনে ৮-১০ বার লোডশেডিং যেন একটি স্বাভাবিক ব্যাপার। দিনের বেলা ৩-৪ বার লোডশেডিং হয়ে থাকলেও রাতে ৬-৭ বারের ঘন ঘন লোডশেডিংয়ে পুরো উপজেলা আঁধারে পরিণত হয়। অতিমাত্রায় লোডশেডিংয়ের কারণে চুরি-ডাকাতি বাড়ার পাশাপাশি উপজেলার ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষ পড়ছে বিপাকে। শিক্ষার্থীরা পড়ালেখায় বাধার সম্মুখীন হচ্ছে। বারবার লোডশেডিংয়ে গ্রামের দোকানে মোম ও কুপি জ্বলে নিয়মিত। প্রচন্ড গরমের তাপে রাতে শোনা যায় শিশুর চিৎকার। মানুষ হয়ে পড়ছে অসুস্থ। উপজেলার ১১টি ইউনিয়নের চিত্র একই রকম। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করার পাশাপাশি পুরোপুরি বিদ্যুৎ প্রাপ্তি নিশ্চিত করলে গ্রাহকরা সন্তুষ্ট হতো। বিদ্যুৎ অফিসের এমন খামখেয়ালি দূর করে সঠিক বিদ্যুৎপ্রাপ্তি নিশ্চিত করার জন্য অনুরোধ করছি এবং সংশ্নিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
শামীম শিকদার
কাপাসিয়া, গাজীপুর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন