পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পাবনা আদালত চত্বরে আজ সোমবার বাদী পক্ষের লোকজন আসামী পক্ষ ও তাঁদের আইনজীবীর উপর হামলা ও অপহরণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। পাবনা বিজ্ঞ শিশু ও নারী নির্যাতন দমন আদালতে আবু সাঈদ মোল্লা ও তাঁর ভাই মো. শহীদ মোল্লা আজ সোমবার আদালতে হাজিরা দিতে আসেন। দুপুর সাঢ়ে ১২ টার দিকে হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার সময় বাদী পক্ষের নিয়োজিত ক্যাডাররা আসামীদের ও তাঁর আইনজীবীর উপর হামলা ও আক্রমণ করে এক পর্যায়ে আসামীপক্ষের আইনজীবী মো. সাইদুর রহমানকে অপহরণ করা হয়। কিছুক্ষণ পর অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ্যাডভোকেট সাইদুর রহমান সাংবাদিকদের কাছে বলেন, আসামীদের হাজিরা নিশ্চিত করে তিনি ও তাঁর মোয়াক্কেল যখন কোর্টের বারন্দায় আসেন এমন সময় আসামীদের উপর হামলা করা হয়। এটি দেখে তিনি এগিয়ে গেলে তার উপর হামলা কের অপহরণ করা হয়। কিছুক্ষণ পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, আবু সাইদ মোল্লার সাবেক স্ত্রী তাসমিরা ইয়াছমিন আবু সাঈদ মোল্লা ও তাঁর ভাই শহীদ মোল্লাকে আসামী করে নারী নিয়ৃাতন ও যৌতুকের মামলা দায়ের করেন। এই মামলায় আসামীরা জামিনে ছিলেন। আজ হাজিরা তারিখে জামিন বহাল রাখতে বিজ্ঞ আদালতে হাজির হোন। আদালত আগামী ২৯ সেপ্টেম্বর উভয় পক্ষকের শুনাবেন মর্মে দিন ধার্য করেন।
আদালতে চত্বরে এহেন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন , আইনজীবীরা। নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। পাবনা আইনজীবী সমিতির সভাপতি আমিনুল ইসলাম পটল এবং সেক্রেটারী সাজ্জাদ ইকবাল লিটন বলেছেন, যে কোনো পক্ষে আইনী লড়াই করার এখতিয়ার একজন আইনজীবীর রয়েছে। মামলার রায়ে কি হবে সেটি বিজ্ঞ আদালতের বিচার্য বিষয়। আইনজীবী সমিতি বাদী পক্ষের এই হামলার কারণে মামলা আনতে পারেন।
প্রসঙ্গত : পাবনা আদালত চত্বরে নেশাগ্রস্তদের কাজে লাগিয়ে বেশীর ক্ষেত্রে আসামী পক্ষই সাক্ষীদের সাথে বাঁধা প্রদান করে থাকে। এরা ঘাপটি মেরে থাকে শেখ রাসেল শিশু পার্কের গাছের আড়ালে, বার সমিতির আশপাশে । সাক্ষী বা বাদীকে চিনিয়ে দিলে তাদের আদালতে যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।