মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়ে তিন বন্ধু দেশ চীন, রাশিয়া ও ভারতের সমর্থন পেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণে সাধারণ পরিষদের সাইড লাইনে বাংলাদেশ একাধিক ইভেন্টের আয়োজন করেছে।
মিয়ানমারে জাতিগত নিধনের শিকার ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও দেশে নানাবিধ সমস্যার সৃষ্টি করছে রোহিঙ্গারা। অনেকে জড়িয়ে পড়ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী সমস্যা হলেও জাতিসংঘের মূল প্রতিপাদ্যে এবার শরণার্থী ইস্যুটি স্থান পায়নি।
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানিয়েছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে বিশ্ব নেতাদের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রেখেছেন তারা।
পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিষয়ে চীন, রাশিয়া ও ভারতের সমর্থন পেয়েছে বাংলাদেশ।
সবার জন্য স্বাস্থ্যসেরা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও অন্তর্ভুক্তি এবারের জাতিসংঘের মূল প্রতিপাদ্য। পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল প্রতিপাদ্যের বিষয়েও বাংলাদেশের সাফল্য এবং অবস্থান তুলে ধরবেন সাধারণ অধিবেশনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।