Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে এক যুবক ছুড়িকাঘাতে নিহত

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ১১:৫৮ এএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের নিজেদের মধ্যে সংঘর্ষে রহিম উল্লাহ নামে এক যুবক মারা যান। গতকাল রোববার রাত ৯টার দিকে ক্যাম্পের ২ নম্বর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রহিম উল্লাহ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘ডি’ ব্লকের বাসিন্দা আবদুস সালামের ছেলে। ক্যাম্পের বাসিন্দারা জানান, রাতে রহিমের সঙ্গে একই ক্যাম্পের বাসিন্দা শহীদুল্লাহসহ কয়েকজনের কোনো বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রহিমকে বুকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ক্যাম্পের লোকজন এগিয়ে এসে রহিমকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালনাধীন একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১১টার দিকে তিনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ