Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমি অফিসগুলোর দিকে নজর দিন

| প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশের প্রথম সারির মানুষ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের গরিব লোকদেরও জায়গা-জমি আছে। শত বিঘার মালিকের সঙ্গে আছে শতাংশ পরিমাণ জমির মালিক। সবাইকে বিভিন্ন প্রয়োজনে ভূমি অফিসে যেতে হয়। কোনো মানুষের কাছে যদি সাবেক দাগ ও এসএ রেকর্ড থাকে, মাঠ জরিপের কাগজ থাকে না, তার পুরনো দাগ নম্বর দিয়ে হাল দাগ জানতে পারা এবং রেকর্ডের কাগজ বের করতে পারার কথা। কিন্তু তা আর হচ্ছে না।
জমিজমা সংক্রান্ত প্রতিটি কাজেই দুর্নীতি হয়। এসএ রেকর্ড, মাঠ জরিপ, ডিপি পর্চা ও হেয়ারিং-সংক্রান্ত কাগজগুলো তুলতে হলে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে তোলার ব্যবস্থা রয়েছে। কিন্তু তা কতটুকু কার্যকর? দেশের নাগরিকরা যাতে সহজভাবে দুর্নীতি ছাড়া সেবা পায়, সেই ব্যবস্থা করা প্রয়োজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর আশা করছি।
রুম্মান আহমদ চৌধুরী
জকিগঞ্জ, সিলেট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন