Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাচোলে বিরল রোগে আক্রান্ত আরও এক শিশু

চিকিৎসা সহায়তার জন্য পরিবারের আকুতি

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ৮:১২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তাসফিয়ার পর বিরল রোগে আক্রান্ত আরও এক শিশুর খোঁজ মিলেছে। সিজান নামের ৪ বছরের এ শিশুটির ডান হাত এবং বুকে পশুর মত কাল চামড়া এবং বড় বড় লোমে ঢেকে যাচ্ছে। শরীরে অন্যান্য স্থানেও বিচ্ছিন্ন ভাবে ফোটা ফোটা আকৃতির কাল দাগ ধারণ করে সেখানে বড় বড় লোম গজিয়ে উঠছে। তার মা শিরিন বেগম (৩৫) জানান শিশুটির জন্ম থেকেই কাঁধের কাছাকাছি ডান হাতের উপরাংশে অল্প জায়গায় চামড়া কাল এবং সেখানে বড় বড় লোমে আবৃত্ত ছিল। তার পর থেকে বিভিন্ন ডাক্তার এবং কবিরাজের কাছে চিকিৎসা নিলেও তাতে কোন সুফল পাননি তারা। উপজেলার ফতেপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সিংরইল গ্রামের রাজমিস্ত্রি শ্রমিক টুটুল মন্ডলের ১ মেয়ে ও ৩ ছেলের মধ্যে ছোট ছেলে বিরল রোগে আক্রান্ত সিজান। মাস তিনেক আগে রাজশাহী মেডিকেল কলেজের বহির্বিভাগের চর্মরোগ বিশেষজ্ঞ সার্জনের নিকট শিশুটিকে চিকিৎসা করিয়েছেন। এদিন রামেকে হাসপাতালের চিকিৎসকগণ সিজানের পিতা-মাতাকে বলেন এটি একটি বিরল রোগ। এ রোগের চিকিৎসা এখানে সম্ভব নয়। তবে শিশুটিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার পরামর্শদেন চিকিৎসকগণ। কিন্তু সহায় সম্বলহীন পরিবারের পক্ষে ঢাকায় নিয়ে চিকিৎসা করা যেন একটি দুঃস্বপ্ন। সিজানের পিতা পেশায় এক জন রাজমিস্ত্রি শ্রমিক। তার উপার্জিত আয় দিয়ে পরিবারের খরচ চালানোর পর আর অবশিষ্ট কিছুই থাকে না। এ অবস্থায় দরিদ্য এ অসহায় পরিবারটি বিরল রোগে আক্রান্ত তাদের ৪ বছরের এ শিশুটির চিকিৎসায় সমাজের বিত্তবান ও মাননীয় প্রধান মন্ত্রীর নিকট আকুতি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ