Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজাপুর হত্যা মামলার আসামী হেলাল গ্রেফতার

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ৭:০৪ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকা থেকে উপজেলার বড়ইয়া ইউনিয়নে বহুল আলোচিত হাত-পা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে নৃশংস হত্যা কান্ড ঘটনার মামলার সাত নম্বর আসামি মোঃ হেলাল ফকির (৩৫) কে আজ ২২ সেপ্টেম্বর রোববার বেলা ১১.৩০ ঘটিকায় গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হেলালকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য চলতি বছরের ২৬ মার্চ রাতে বড়ইয়া এলাকার ব্যবসায়ীদের মোঃ আব্দুল্লাহ আল মাহবুবের পুত্র মোহাম্মদ শুভকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল। ঐ হত্যা কান্ডের ঘটনায় শুভর বাবা বাদী হয়ে রাজাপুর থানায় হত্যা কান্ডের সাথে জড়িত ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। হেলাল ঐ মামলার ৭ নম্বর আসামি। এই নিয়ে এখন পর্যন্ত ঐ মামলার ৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ