Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

১৭ আগস্টে বোমা হামলা: পাঁচ জেএমবির কারাদণ্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৪৪ পিএম

রাজধানীর খিলক্ষেতে বোমা হামলার ঘটনায় ৫ জেএমবি সদস্যকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলার অংশ হিসেবে খিলক্ষেতে ওইদিন এ হামলা চালানো হয়েছিল।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. আল মামুন তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। আদালতে উপস্থিত ছিলেন- আব্দুল্লাহ আল সুহাইল, আব্দুর রহমান মাসুক এবং নূরুল ইসলাম ওরফে উজ্জল।
দণ্ডপ্রাপ্ত বাকি দুই আসামি হলেন-হাবিবুর রহমান হাবিব ও মো. মুসা ওরফে মোস্তাফিজুর রহমান পলাতক রয়েছে।
রায়ে একই সঙ্গে আদালত প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শাহাবুদ্দিন জানান, জেএমবির সুরা সদস্য আতাউর রহমান সানিও এই মামলার আসামি ছিলেন। তবে এর আগেই অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাকে এই মামলা থেকে বাদ দেওয়া হয়।
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৫ সালে ১৭ আগস্ট আসামিরা ঢাকার খিলক্ষেত ওভারব্রিজের কাছে বোমা বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় খিলক্ষেত থানার তৎকালীন এএসআই কাউছার আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
২০০৫ সালের ২ নভেম্বর এই ৫ আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় চার্জশিট দাখিল করা হয়। ওই বছরের ২০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।
এরপর আরও দুই দফায় দেওয়া সম্পূরক অভিযোগপত্রে আবদুল্লাহ আল সুহাইলকে অভিযুক্ত করা হয়। ২০০৬ সালের ১২ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মামলায় মোট ১৯ জন বিভিন্ন সময় সাক্ষ্য দেন। এরপর মামলার যুক্তিতর্ক শুনানি শেষে এই রায় দিয়েছেন আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ