Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সের গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৩০ পিএম

গতকাল শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় কোলমার শহরে স্থানীয় সময় রাত ৮টার দিকে কোলমার গ্র্যান্ড মসজিদে এ হামলা হয়। এ ঘটনায় আহত অবস্থায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।
রুশ সাংবাদমাধ্যম আরটি জানায়, হামলায় মসজিদে প্রবেশের দরজাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে দরজায় আঘাত হানা প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে চালক ছাড়া কেউ হতাহত হয়নি। এটি গাড়ি হামলা নাকি আত্মঘাতী হামলা সে ব্যাপারটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, হামলার পরেই ঘটনাস্থালে ছুটে গিয়ে ওই এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামলায় জড়িত গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় ওই গাড়িচালককে ঘাড়ে কাটার দাগ দেখা যায়।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চালক নিজেই ঘাড়ে ছুরি চালিয়েছে নাকি অন্য কেউ ছুরিকাঘাত করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদে হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ