মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদ হামলার ১.৫ মিলিয়ন ভিডিও অপসারণ করেছে ফেসবুক। শনিবার ফেসবুক কর্পোরেশনের পক্ষ থেকে একটি টুইট বার্তায় এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।
ফেসবুক টুইট বার্তায় জানায়, হামলার পর প্রথম ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ১.৫ মিলিয়ন ভিডিও অপসারণ করা হয়েছে। এরমধ্যে প্রায় ১.২ মিলিয়নের চেয়ে বেশি ভিডিও আপলোড দেয়ার সময় আটকে দেয়া হয়েছে।
ফেসবুক আরো জানায়, মসজিদ হামলায় আক্রান্ত ব্যক্তিদের শ্রদ্ধা এবং স্থানীয় কর্তৃপক্ষের কথা চিন্তা করে হামলার যে সব ভিডিও সম্পাদনা করে দেয়া হয়েছিল সেগুলোও সব অপসারণ করা হয়েছে । প্রসঙ্গত, গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রইস্টচার্চের দুটি মসজিদে বন্দুক হামলা চালানো হয়। এ হামলায় ৫০জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে ড. আব্দুস সামাদ নামে একজন অধ্যাপকও রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।