মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
১৮ ঘণ্টার বৈঠক শেষে পরিবেশ রক্ষায় ১০০ বিলিয়ন ইউরো খরচ করার সিদ্ধান্ত নিয়েছে আঙ্গেলা ম্যার্কেলের সরকার৷ এই অর্থ খরচ করে ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণ কমিয়ে আনতে চায় জার্মানি৷
বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা অর্জন করা জার্মানির পক্ষে সম্ভব হবে না৷ জাতিসংঘের জলবায়ু অ্যাকশন সামিটের আগে জলবায়ু বিপর্যয় মোকাবেলার দাবিতে শুক্রবার বিভিন্ন দেশে কর্মসূচি পালন করা হয়৷ জার্মানিতেও পালিত হয়েছে এ কর্মসূচি৷
এদিকে জার্মানির জোট সরকার ১৮ ঘণ্টা ধরে বৈঠক করে কার্বন নিঃসরণ ২০৩০ সালের মধ্যে কমিয়ে আনার জন্য ১০০ বিলিয়ন ইউরোর তহবিল চূড়ান্ত করে৷ এএফপি, রয়টার্সসহ আন্তর্জাতিক সংস্থাগুলো জানায়, বৈঠকে সিডিইউ নেত্রী আঙ্গেলা ম্যার্কেল আর ভাইস চ্যান্সেলর, অর্থমন্ত্রী ও এসপিডি নেতা ওলাফ শোলৎস এ বিষয়ে একমত হয়েছেন৷ এমন দলিল তারা হাতে পেয়েছে বলেও সংবাদ সংস্থাগুলোর দাবি৷
দিনের প্রথম ধর্মঘটটি নিউ ক্যালেডোনিয়ার ফ্রেঞ্চ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শুরু হয়৷ এই দ্বীপপুঞ্জের বাসিন্দারা সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপপুঞ্জকে ঘিরে থাকা প্রবাল প্রাচীরগুলো রক্ষায় কঠোর পরিশ্রম করেছেন৷ সমুদ্রের স্তর বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে দ্বীপ দেশগুলো৷
এএফপির প্রতিবেদনে বলা হয়, কার্বন নিঃসরণ কমাতে বিমান ভাড়া বাড়াবে এবং ট্রেনের টিকিটের দাম কমানোর কথা ভাবছে জার্মান সরকার৷ রেলের অবকাঠামোতে পরিবর্তন আনতে ৮৬ বিলিয়ন ইউরো খরচ করা হবে৷ ম্যার্কেল সরকার মনে করে কার্বন নিঃসরণ কমানোয় ১০০ বিলিয়ন ইউরো খরচ করা হলেও বাজেটের ভারসাম্য নষ্ট হবে না৷ সূত্র এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।