Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হয়েছে প্রিমিয়ার কাবাডি লিগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১০:০৬ পিএম

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ১৫ দলকে নিয়ে শুরু হয়েছে প্রিমিয়ার বিভাগ কাবাডি লিগের খেলা। শনিবার উদ্বোধনী দিনে জিতেছে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও সেনাবাহিনী। শনিবার ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নৌবাহিনী ৭২-২৪ পয়েন্টে স্টার স্পোর্টসকে, পুলিশ ৯১-৩১ পয়েন্টে মাতুয়াইল মিলন স্মৃতি সংসদকে এবং সেনাবাহিনী ৮৭-২৩ পয়েন্টে হারায় ইনস্টিটিউট অব কাবাডিকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি আমির হোসেন পাটোয়ারি ও কোষাধ্যক্ষ আবদুল হক। টুর্নামেন্টের ‘ক’ গ্রুপে নৌবাহিনী, পুলিশ, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, আজাদ স্পোর্টিং ক্লাব, শহীদ মোজাফফর স্মৃতি সংসদ, মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ ও স্টার স্পোর্টস এবং ‘খ’ গ্রুপে রয়েছে- সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জেল, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, মানিকনগর কাবাডি ক্লাব, ইনস্টিটিউট অব কাবাডি ও সাউথ বাংলা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবাডি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ