Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পীরগাছায় কাঠাল পাতা পাড়তে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ৭:২৩ পিএম

কাঠাল পাতা পাড়তে গিয়ে বজ্রপাতে রংপুরের পীরগাছায় যুবায়ের আহমেদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের তালুক ঈশাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবায়ের আহমেদ ওই গ্রামের মনছুর আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার(২০ সেপ্টেম্বর) দুপুরে ছাগলের খাদ্য হিসেবে পাতা সংগ্রহ করার জন্য যুবায়ের আহমেদ বাড়ির পাশের কাঠাল গাছে ওঠে। এসময় ওই গাছে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত যুবায়েরের দাদা পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম আব্দুল হাদী জানান, জুমআর নামাজের আগে যুবায়ের কাঠাল পাতা পাড়তে গাছে ওঠে। কিছু পাতা পাড়ার পর বজ্রপাত হলে সে মারা যায়।##২০-০৯-২০১৯



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বজ্রপাত

১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ