মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইয়েমেনের বন্দর নগরী হুদাইদাহের উত্তরে সামরিক অভিযান শুরু করেছে সউদী আরব নেতৃত্বাধীন জোট। সউদীর দুইটি তেলক্ষেত্রে ড্রোন হামলার পর ওই শুক্রবার এই সামরিক অভিযান শুরু হয়। খবর রয়টার্সের।
এর আগে, গত শনিবার সউদী আরবের দুইটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। হামলার ফলে সউদীর তেল উৎপাদন প্রায় অর্ধেকে নেমে আসে। হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করে আসছে ইরান।
হামলার পর এর জবাব দেওয়ার সক্ষমতা রিয়াদের আছে উল্লেখ করে হুঁশিয়ারি দেয় সউদী আরব। সেই ধারাবাহিকতায় হুদাইদাহের উত্তরে সামরিক অভিযান শুরু করেছে সউদী নেতৃত্বাধীন জোট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।