নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : জমজমাট এক শেষ দিনের প্রেক্ষাপট ছিল প্রস্তুত। শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩৩০ রান, ইংল্যান্ডের ১০ উইকেট। কিন্তু মাঠের লড়াই সেভাবে হতেই দিল না বৃষ্টি। ম্যাচ তাই শেষ পর্যন্ত নিষ্প্রাণ ড্র। প্রথম ২ টেস্ট জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল ইংল্যান্ড। এই টেস্ট ড্র হওয়ায় হোয়াইটওয়াশ এড়াতে পারল শ্রীলঙ্কা।
আগের দিন শ্রীলঙ্কাকে শেষ ইনিংসে ৩৬২ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। বিনা উইকেটে ৩২ রানে চতুর্থ দিন শেষ করেছিল লঙ্কানরা। শেষ দিনে বৃষ্টির ফাঁকে ফাঁকে খেলা হতে পেরেছে মাত্র ২৪.২ ওভার। তাতে ১ উইকেটে ৭৮ রান তোলে শ্রীলঙ্কা। জেমস অ্যান্ডারসনের দুর্দান্ত এক ইনসুইঙ্গারে বিভ্রান্ত হয়ে না খেলে ছেড়ে দিয়ে এলবিডবিøউ হন কৌশল সিলভা (১৬)। আরেক ওপেনার দিমুথ করুনারতেœ অপরাজিত থাকেন ৩৭ রানে। ১৭ রানে অপরাজিত ছিলেন কুশল মেন্ডিস।
দুদলের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২১ জুন। এর আগে ১৬ ও ১৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।