Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডারবানের রোমাঞ্চ কেড়ে নিল বৃষ্টি

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আগের দুই দিন অপেক্ষা করা হয়েছিল দিনের মধ্যভাগ পর্যন্ত, কিন্তু পঞ্চম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হলো খেলা শুরু হওয়ারও ঘণ্টা দেড়েক আগে। ডারবানের মাঠ এতটাই ভেজা ও নরম যে এমন সিদ্ধান্ত নিতেই হলো ম্যাচ পরিচালনাকারীদের। যার অর্থ হলো, ডারবান টেস্টের মোট ১৫ সেশনের ১১টি-ই ভাসিয়ে নিয়ে গেল বৃষ্টি।
অথচ বৃষ্টি হয়েছিল সেই দ্বিতীয় দিনের খেলা শেষে, রাত্রে। তবে সেই বৃষ্টির তোড় এতটাই ছিল যে মাঠের মধ্যে পানি জমে যায় ৬৫ মিলিমিটার পর্যন্ত। এরপর আর বৃষ্টি হয়নি। কিন্তু মাঠ এতটাই কর্দমক্ত আর স্যাঁতসেঁতে হয়ে যায় যে, ডারবানের শীতকালীন সূর্য তিন দিনেও তা খেলার উপযোগী করে তুলতে পারল না।
তিন দিন আগে যখন শেষবারের মত বল মাঠে গড়িয়েছিল, তখন সবে রোমাঞ্চ ছড়াতে শুরু করেছে। দক্ষিণ আফ্রিকার ২৬৩ রানের জবাবে ডেল স্টেইনের সুইংয়ে রীতিমতো তোপের মুখে নিউজিল্যান্ড। ১২ ওভার শেষে তখন কিউইদের স্কোর তখন ১৫ রানে ২ উইকেট।
আগামী শনিবার সেঞ্চুরিয়ানে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডারবানের রোমাঞ্চ কেড়ে নিল বৃষ্টি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ