গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার টর্চার সেল আবিষ্কার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৩। র্যাব জানায়, টর্চার সেলে মানুষকে আটকে রেখে নির্যাতনের আলামতও পাওয়া গেছে। র্যাব বলছে, কোনও ব্যবসায়ী বা অন্য কেউ চাঁদা দিতে না করলেই ওই টর্চার সেলে নিয়ে তাদের নির্মম নির্যাতন করা হতো।
বুধবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ারে খালেদের এই টর্চার সেলের সন্ধান পাওয়া যায়।
র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল বলেন, কেউ চাঁদা না দিলেই টর্চার সেলে নিয়ে নির্মম নির্যাতন চালানো হতো। এই টর্চার সেল উচ্চ মাত্রায় সুদসহ পাওনা টাকা আদায়সহ সব ধরনের কাজে ব্যবহার করা হতো। টর্চার সেলে নির্যাতনের অনেক ধরনের যন্ত্রপাতি রয়েছে।
এর আগে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করে র্যাব। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব-৩ কার্যালয়ে নেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।